সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

2017 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ফ্রিতে ভিজিটর বাড়িয়ে নিন

যদি কাউকে কিছু না দেন তাহলে কারও কাছ থেকে পাওয়ার আশা করাও বৃথা! তাইনা? ঠিক এই ধারণা থেকেই তৈরি হলো একদম ভিন্নধারার একটি সাইট! easyrankup.com . Easy Rank Up হলো এমন একটি সাইট যা আপনার ভিজিটরের চাহিদা সহজেই মেটাতে সক্ষম। আর তা একদম ফ্রি-তে! এটি এমন স্মার্ট সাইট যা আপনি মোবাইলে অথবা কম্পিউটারে একইরকম ভাবে ব্যবহার করতে পারবেন। কারণ এটি মোবাইলে যেমন, কম্পিউটারেও তেমন। আপনার ফেসবুক প্রোফাইল, ইউটিউব ভিডিও, ওয়েবসাইট, ব্লগ ইত্যাদি যে কোন কন্টেন্ট থাকুকনা কেন সবগুলোতেই সত্যিকারের ভিজিটর বাড়াতে এর জুড়ি নেই। আর পাশাপাশি ভাইবারের মাধ্যমে ২৪ ঘন্টা সাপোর্ট তো থাকছেই! কিন্তু কিভাবে বাড়িয়ে নিবেন ভিজিটর? আসুন দেখে নেয়া যাক.... ১। প্রথমে easyrankup.com এ নিবন্ধন করুন। ২। আপনার ওয়েবসাইট/ফেসবুক পেজ অথবা যেকোন লিংক যুক্ত করুন। ৩। এবার অন্যদের যুক্ত করা পেইজে ভিজিট করে পয়েন্ট সংগ্রহ করে সেই পয়েন্টকে কাজে লাগান আপনার নিজের দেয়া লিংকের বিজ্ঞাপনের জন্য! আপনি যতবেশি ভিজিট করবেন, আপনার সাইটেও ততোবেশি ভিজিট বাড়বে। ব্যাস! কাজ এতটুকুই। দেখলেন, কতো সহজ আর ফ্রিতেই বিজ্ঞাপন দেয়া যায় এখান থেকে? আর হ্যা আপনার লিং...

এই সহজ কৌশলে জেনে নিন ফেসবুকে কে আপনাকে আনফ্রেন্ড করলো

ফেসবুক বন্ধুত্ব তৈরির অত্যন্ত জনপ্রিয় মাধ্যম। কিন্তু কখনও কখনও ফেসবুক-বন্ধুত্বও তৈরি করে তিক্ততা। সে ক্ষেত্রে অপছন্দের বন্ধুকে আনফ্রেন্ড করাটাই বুদ্ধিমানের কাজ। সে রকম ভাবে আপনিও ফেসবুকে কারো অপছন্দের তালিকায় পড়ে যেতে পারেন। সে ক্ষেত্রে আপনাকেও আপনার কোনও ফেসবুক-বন্ধু আনফ্রেন্ড করে দিতে পারেন। ফেসবুক কিন্তু এ সমস্ত ক্ষেত্রে আপনাকে কোনও নোটিফিকেশন পাঠায় না। তা হলে অজস্র বন্ধুর মধ্যে কে আপনাকে হঠাৎ আনফ্রেন্ড করল, তা জানার উপায় কী? উপায় অতি সহজ। জেনে নিন- ১. গুগল ক্রোম খুলুন। ২. ডান দিকের উপরের কোণের তিনটি ডট-এ ক্লিক করে ‘সেটিংস’ অপশন-এ যান। ৩. ‘এক্সটেনশনস’-এ ক্লিক করুন। ৪. পেজ-এর এক দম নীচে ‘গেট মোর এক্সটেনশনস’-এ ক্লিক করুন। ৫. সার্চ বক্স-এ লিখুন ‘আনফ্রেন্ড ফাইন্ডার’('unfriend finder')। ৬. সার্চ রেজাল্ট-এ ঠিক অপশনটির পাশে ‘অ্যাড টু ক্রোম’ অপশনটিকে সিলেক্ট করুন। এক্সটেনশনটি অ্যাড হয়ে যাবে আপনার ব্রাউজারে। ৭. এ বার ক্রোম ব্যবহার স্বাভাবিক ভাবে ফেসবুক-এ লগ ইন করুন। ৮. একেবারে ডান দিকের উপরের কোণে আনফ্রেন্ড ফাইন্ডারের আইকনটিতে ক্লিক করুন। এই এক্সটেনশন দেখিয়ে দেবে, কে আপনা...