সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

অক্টোবর, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

SYMPHONY ROAR A50 ♦ কোথায় কেমন দাম

SYMPHONY ROAR A50: এক নজরে দেখে নিন দাম ও স্পেসিফিকেশন দেশের বাজারে অ্যান্ড্রয়েড ওয়ান প্রথম মাইক্রোম্যাক্স নিয়ে আসলেও চাহিদার দিক দিয়ে ইতিমধ্যেই মাইক্রোম্যাক্সের ক্যানভাস এ১-কে ছাড়িয়ে গেছে সিম্ফনির নতুন ফোন। সম্প্রতি গুগল তাদের ব্লগ পোস্টে সিম্ফনি ও বাংলালিংকের মাধ্যমে বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন বাজারে আসার খবর জানায়। তার পর থেকেই সবার মধ্যেই নতুন এই অ্যান্ড্রয়েড ওয়ান নিয়ে আগ্রহ দেখা দেয়। সম্প্রতি বাংলালিংক এক আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সিম্ফনির নতুন ফোন Symphony Roar A50 উন্মোচন করে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যান্ড্রয়েড ওয়ান উদ্যোগের আওতাধীন এই ফোনটি পাওয়া যাবে মাত্র ৮,৭০০ টাকায়। প্রথমেই আসুন জেনে নেয়া যাক Symphony Roar A50 ফোনটির হার্ডওয়্যার স্পেসিফিকেশন। প্রসেসর: করটেক্স এ৭, ১.৩ গিগাহার্জ কোয়াড-কোর র‌্যাম: ১ গিগাবাইট রম: ৮ গিগাবাইট ডিসপ্লে: ৪.৫-ইঞ্চি আইপিএস ডিসপ্লে (480 x 854 পিক্সেল রেজুলেশন) ক্যামেরা: ৫ মেগাপিক্সেল ব্যাক ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যাটারি: ১৭৮০ মিলিঅ্যাম্পিয়ার (আরও পড়ুন: ব্যাটারি ব্যাকআপ বাড়াত...