SYMPHONY ROAR A50: এক নজরে দেখে নিন দাম ও স্পেসিফিকেশন
দেশের বাজারে অ্যান্ড্রয়েড ওয়ান প্রথম মাইক্রোম্যাক্স নিয়ে আসলেও চাহিদার দিক দিয়ে ইতিমধ্যেই মাইক্রোম্যাক্সের ক্যানভাস এ১-কে ছাড়িয়ে গেছে সিম্ফনির নতুন ফোন। সম্প্রতি গুগল তাদের ব্লগ পোস্টে সিম্ফনি ও বাংলালিংকের মাধ্যমে বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন বাজারে আসার খবর জানায়। তার পর থেকেই সবার মধ্যেই নতুন এই অ্যান্ড্রয়েড ওয়ান নিয়ে আগ্রহ দেখা দেয়।
সম্প্রতি বাংলালিংক এক আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সিম্ফনির নতুন ফোন Symphony Roar A50 উন্মোচন করে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যান্ড্রয়েড ওয়ান উদ্যোগের আওতাধীন এই ফোনটি পাওয়া যাবে মাত্র ৮,৭০০ টাকায়।
প্রথমেই আসুন জেনে নেয়া যাক Symphony Roar A50 ফোনটির হার্ডওয়্যার স্পেসিফিকেশন।
প্রসেসর: করটেক্স এ৭, ১.৩ গিগাহার্জ কোয়াড-কোর
র্যাম: ১ গিগাবাইট
রম: ৮ গিগাবাইট
ডিসপ্লে: ৪.৫-ইঞ্চি আইপিএস ডিসপ্লে (480 x 854 পিক্সেল রেজুলেশন)
ক্যামেরা: ৫ মেগাপিক্সেল ব্যাক ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
ব্যাটারি: ১৭৮০ মিলিঅ্যাম্পিয়ার (আরও পড়ুন: ব্যাটারি ব্যাকআপ বাড়াতে পাওয়ার ব্যাংক)
সিস্টেম: অ্যান্ড্রয়েড ৪.৪.৪ কিটক্যাট
স্মার্টফোন জগতের খোঁজ-খবর রাখেন এমন যে কেউই এতক্ষণে বুঝে গেছেন, সিম্ফনির ফোনটি নতুন হলেও এর স্পেসিফিকেশন একেবারেই নতুন নয়। গত সেপ্টেম্বরে ভারতের বাজারে অবমুক্ত হওয়া এবং সম্প্রতি বাংলাদেশেও অবমুক্ত হওয়া মাইক্রোম্যাক্সের প্রথম অ্যান্ড্রয়েড ওয়ান ফোন ক্যানভাস এ১ ও সিম্ফনির রোর এ৫০ ফোনের স্পেসিফিকেশন প্রায় একই। তবে মাইক্রোম্যাক্সের ফোনটি ঢাকার বসুন্ধরা সিটিতে ৯,৯৯৯ টাকায় বিক্রি হলেও বাংলালিংকের কাছ থেকে সিম্ফনির নতুন ফোন কিনলে দাম পড়বে ...... বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
ডাউনলোড করে নিন ৩ টি ফ্রি সিভি (CV) তৈরির অ্যান্ড্রয়েড অ্যাপ চাকুরীর নিয়োগের প্রথম ধাপ-ই হচ্ছে CV (Curriculum Vitae) প্রদান। আপনার ব্যক্তিগত এবং শিক্ষাগত যোগ্যতার পরিপূর্ণ তথ্য একটি CV তে লিপিবদ্ধ করতে হয়। কিন্তু হাতের কাছে কম্পিউটার না থাকলে এই সহজ কাজটি করা সম্ভব হয় না। কিন্তু আপনি জানেন কি, একটি অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে আপনি নিজেই এ কাজটি করে ফেলতে পারেন কয়েক মিনিটেই? আজ এরকম ৩টি প্রয়োজনীয় অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে লিখছি, যা আপনাকে সাহায্য করবে পরিপূর্ণ CV তৈরিতে। ডাউনলোড করুন সেরা ৩ টি অ্যান্ড্রয়েড অ্যাপ। ১। Free Resume Builder CV makr app | ফ্রি বিভিন্ন চাকুরীর জন্য ৭৫ টির অধিক টেম্পলেট নিয়ে হাজির হয়েছে এই অ্যাপটি। সাথে রয়েছে আরও অধিক ফরমেট। এর সহজ ব্যবহারের মাধ্যমে আপনি মাত্র কয়েক মিনিটেই প্রফেশনাল CV তৈরি করতে পারেন। ফিচারঃ ৭৫ এর অধিক টেম্পলেট ৩টি সহজ ধাপ অনুসরন করেই CV তৈরি CV র সাবটাইটেল এবং হেডার পরিবর্তন সুবিধা সেকশন সজ্জিতকরণ PDF ফরমেটে ডাউনলোড CV তৈরির কলাকৌশল শেখা সহজেই CV শেয়ারের সুবিধা সম্পূর্ণ ফ্রি ডাউনলোড করুন ২। Free Resume Builder - Profession...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন