SYMPHONY ROAR A50: এক নজরে দেখে নিন দাম ও স্পেসিফিকেশন
দেশের বাজারে অ্যান্ড্রয়েড ওয়ান প্রথম মাইক্রোম্যাক্স নিয়ে আসলেও চাহিদার দিক দিয়ে ইতিমধ্যেই মাইক্রোম্যাক্সের ক্যানভাস এ১-কে ছাড়িয়ে গেছে সিম্ফনির নতুন ফোন। সম্প্রতি গুগল তাদের ব্লগ পোস্টে সিম্ফনি ও বাংলালিংকের মাধ্যমে বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন বাজারে আসার খবর জানায়। তার পর থেকেই সবার মধ্যেই নতুন এই অ্যান্ড্রয়েড ওয়ান নিয়ে আগ্রহ দেখা দেয়।
সম্প্রতি বাংলালিংক এক আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সিম্ফনির নতুন ফোন Symphony Roar A50 উন্মোচন করে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যান্ড্রয়েড ওয়ান উদ্যোগের আওতাধীন এই ফোনটি পাওয়া যাবে মাত্র ৮,৭০০ টাকায়।
প্রথমেই আসুন জেনে নেয়া যাক Symphony Roar A50 ফোনটির হার্ডওয়্যার স্পেসিফিকেশন।
প্রসেসর: করটেক্স এ৭, ১.৩ গিগাহার্জ কোয়াড-কোর
র্যাম: ১ গিগাবাইট
রম: ৮ গিগাবাইট
ডিসপ্লে: ৪.৫-ইঞ্চি আইপিএস ডিসপ্লে (480 x 854 পিক্সেল রেজুলেশন)
ক্যামেরা: ৫ মেগাপিক্সেল ব্যাক ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
ব্যাটারি: ১৭৮০ মিলিঅ্যাম্পিয়ার (আরও পড়ুন: ব্যাটারি ব্যাকআপ বাড়াতে পাওয়ার ব্যাংক)
সিস্টেম: অ্যান্ড্রয়েড ৪.৪.৪ কিটক্যাট
স্মার্টফোন জগতের খোঁজ-খবর রাখেন এমন যে কেউই এতক্ষণে বুঝে গেছেন, সিম্ফনির ফোনটি নতুন হলেও এর স্পেসিফিকেশন একেবারেই নতুন নয়। গত সেপ্টেম্বরে ভারতের বাজারে অবমুক্ত হওয়া এবং সম্প্রতি বাংলাদেশেও অবমুক্ত হওয়া মাইক্রোম্যাক্সের প্রথম অ্যান্ড্রয়েড ওয়ান ফোন ক্যানভাস এ১ ও সিম্ফনির রোর এ৫০ ফোনের স্পেসিফিকেশন প্রায় একই। তবে মাইক্রোম্যাক্সের ফোনটি ঢাকার বসুন্ধরা সিটিতে ৯,৯৯৯ টাকায় বিক্রি হলেও বাংলালিংকের কাছ থেকে সিম্ফনির নতুন ফোন কিনলে দাম পড়বে ...... বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
Download Pencil Sketch App FREE! যেহেতু আমরা এই এপসটি ফ্রি দিচ্ছি সেহেতু এটি শুধুমাত্র আমাদের বন্ধুদের জন্য ফ্রি। আর আমাদের বন্ধু হতে আপনাকে নিচের পদ্ধতি অনুসরণ করতে হবে। বলা বাহুল্য আমাদের বন্ধু হতেও কোন টাকা খরচ করতে হবেনা এবং একবার বন্ধু হয়ে গেলে পরবর্তীতে সব এপসগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। কারণ আমরা ছড়িয়ে দিতে চাই "নিঃশর্ত বন্ধুত্ব বিশ্বজুড়ে"। তো আসুন জেনে নেই বন্ধু হয়ে কিভাবে এপসটি ডাউনলোড করবেন। প্রথমে এখানে ক্লিক করুন (Click Here to Download) । এরপর আপনার ব্রাউজারে নিচের ছবির মতো দেখা যাবে। এটি ৫ সেকেন্ড থাকবে। তাই আপনাকে ৫ সেকেন্ড অপেক্ষা করতে হবে। এবার যে পেজটি আসবে সেটি একটি বন্ধুত্বের ওয়েবসাইট। এখানে আপনার নাম, ইমেইল, পাসওয়ার্ড, জন্মদিন ইত্যাদি তথ্য প্রদান করুন। এবার সাইন আপ (Sign Up) এ ক্লিক করুন। এবার আপনার পেজটির উপরের ডানপাশে মেনু তে ক্লিক করুন, এরপর Blogs এ ক্লিক করুন (নিচের ছবিতে দেখে নিন) এরপর Pencil Sketch App এ ক্লিক করে ডাউনলোড করে নিন। আরেকটা কথা যারা আগে থেকেই আমাদের বন্ধু হয়ে আছেন তারা শুধু সাইটে ঢুকে...

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন