সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কোন গাছগুলো রাতে অক্সিজেন সরবরাহ করে?

 এখানে ৫টি গুরুত্বপূর্ণ গাছের বিষয় তুলে ধরলাম যেগুলো আমাদের রাতে অক্সিজেন সরবরাহ করে।

১. ঘৃতকুমারী (Aloe Vera):
যখনই উপকারী উদ্ভিদের একটি তালিকা তৈরি করা হয়, অ্যালোভেরা সর্বদা চার্টগুলিতে শীর্ষে থাকে। নাসার বাতাসকে উন্নত করতে উদ্ভিদের অন্যতম তালিকাভুক্ত, অ্যালোভেরা রাতে অক্সিজেন নির্গত করে এবং আপনার জীবনের দীর্ঘায়ু বাড়ায়। এটি প্রায় একটি ‘না-রক্ষণাবেক্ষণ’ উদ্ভিদ এবং প্রচুর সৌন্দর্যের সুবিধাও সরবরাহ করে।

২. স্নেক প্ল্যান্ট (Snake Plant):
অনেকটা অ্যালোভেরার মতো, এই গাছগুলিও রাতে অক্সিজেন নির্গত করে। আর একটি আশ্চর্যজনক সত্যটি হ'ল এটি একই সাথে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। সুতরাং, আপনার বাড়িতে একটি লাগিয়ে রাখুন এবং রাতের বেলা একটি স্বাস্থ্যকর পরিবেশে শ্বাস নিন।

৩. পিপাল ট্রি (Peepal tree):
নেতিবাচক কুসংস্কার সত্ত্বেও, পিপাল গাছের বেশ কয়েকটি সুবিধা রয়েছে যা এটিকে একটি গুরুত্বপূর্ণ গাছ হিসাবে পরিণত করেছে। এটি কেবল অক্সিজেন নির্গত করে না বরং ডায়াবেটিসের চিকিৎসা, কোষ্ঠকাঠিন্য এবং হাঁপানির চিকিৎসার জন্যও ব্যবহার করা যেতে পারে।

৪. অর্কিড (Orchids):
সুন্দর এবং উপকারী, অর্কিডগুলি আপনার শয়নকক্ষের কোণে স্থায়ী হওয়ার উপযুক্ত। রাতের বেলা অক্সিজেন নির্গমন ছাড়াও জাইলিন - পেইন্টগুলিতে পাওয়া দূষককেও নির্মূল করে এবং শ্বাস নিতে তাজা বাতাস দিয়ে ঘরটি পূর্ণ করে।

৫. নিম গাছ (Neem Tree):
স্বাস্থ্য সুবিধার সমার্থক নিম গাছ অক্সিজেন নির্গমনের মাধ্যমে রাতের বেলা বাতাসকেও শুদ্ধ করে। এটি বিশ্বাস করা হয় যে নিমকে ঘরের ভিতরে লাগানো উচিত, বিশেষত বাড়ির কেন্দ্রস্থলে, এবং ঘটনাটি বৈজ্ঞানিকভাবে সত্য কারণ এটি প্রাকৃতিক কীটনাশক হিসাবে কাজ করে।

আমার পেজে ঘুরে আসুন এবং লাইক দিয়ে রাখুনঃ facebook.com/askme24
আমার ব্লগে আপনার অজানা প্রশ্ন করতে পারেন অথবা অন্যের প্রশ্নের উত্তর জানা থাকলে তা দিয়ে দিতে পারেনঃ addabuzz.net
ধন্যবাদ!

তথ্যসূত্রঃ
→5 Plants That Release Oxygen At Night!
timesofindia.com/life-style/home-garden/5-plants-that-release-oxygen-at-night/amp_etphotostory/59969056.cms

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ডাউনলোড করে নিন ৩ টি ফ্রি সিভি (CV) তৈরির অ্যান্ড্রয়েড অ্যাপ

ডাউনলোড করে নিন ৩ টি ফ্রি সিভি (CV) তৈরির অ্যান্ড্রয়েড অ্যাপ চাকুরীর নিয়োগের প্রথম ধাপ-ই হচ্ছে CV (Curriculum Vitae) প্রদান। আপনার ব্যক্তিগত এবং শিক্ষাগত যোগ্যতার পরিপূর্ণ তথ্য একটি CV তে লিপিবদ্ধ করতে হয়। কিন্তু হাতের কাছে কম্পিউটার না থাকলে এই সহজ কাজটি করা সম্ভব হয় না। কিন্তু আপনি জানেন কি, একটি অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে আপনি নিজেই এ কাজটি করে ফেলতে পারেন কয়েক মিনিটেই? আজ এরকম ৩টি প্রয়োজনীয় অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে লিখছি, যা আপনাকে সাহায্য করবে পরিপূর্ণ CV তৈরিতে। ডাউনলোড করুন সেরা ৩ টি অ্যান্ড্রয়েড অ্যাপ। ১। Free Resume Builder CV makr app | ফ্রি বিভিন্ন চাকুরীর জন্য ৭৫ টির অধিক টেম্পলেট নিয়ে হাজির হয়েছে এই অ্যাপটি। সাথে রয়েছে আরও অধিক ফরমেট। এর সহজ ব্যবহারের মাধ্যমে আপনি মাত্র কয়েক মিনিটেই প্রফেশনাল CV তৈরি করতে পারেন। ফিচারঃ ৭৫ এর অধিক টেম্পলেট ৩টি সহজ ধাপ অনুসরন করেই CV তৈরি CV র সাবটাইটেল এবং হেডার পরিবর্তন সুবিধা সেকশন সজ্জিতকরণ PDF ফরমেটে ডাউনলোড CV তৈরির কলাকৌশল শেখা সহজেই CV শেয়ারের সুবিধা সম্পূর্ণ ফ্রি ডাউনলোড করুন ২। Free Resume Builder - Profession...

Download Pencil Sketch App FREE - পেন্সিল স্কেচ এপস টি ফ্রি ডাউনলোড করুন

Download Pencil Sketch App FREE! যেহেতু আমরা এই এপসটি ফ্রি দিচ্ছি সেহেতু এটি শুধুমাত্র আমাদের বন্ধুদের জন্য ফ্রি। আর আমাদের বন্ধু হতে আপনাকে নিচের পদ্ধতি অনুসরণ করতে হবে। বলা বাহুল্য আমাদের বন্ধু হতেও কোন টাকা খরচ করতে হবেনা এবং একবার বন্ধু হয়ে গেলে পরবর্তীতে সব এপসগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। কারণ আমরা ছড়িয়ে দিতে চাই "নিঃশর্ত বন্ধুত্ব বিশ্বজুড়ে"। তো আসুন জেনে নেই বন্ধু হয়ে কিভাবে এপসটি ডাউনলোড করবেন। প্রথমে এখানে ক্লিক করুন (Click Here to Download) । এরপর আপনার ব্রাউজারে নিচের ছবির মতো দেখা যাবে। এটি ৫ সেকেন্ড থাকবে। তাই আপনাকে ৫ সেকেন্ড অপেক্ষা করতে হবে। এবার যে পেজটি আসবে সেটি একটি বন্ধুত্বের ওয়েবসাইট। এখানে আপনার নাম, ইমেইল, পাসওয়ার্ড, জন্মদিন ইত্যাদি তথ্য প্রদান করুন। এবার সাইন আপ (Sign Up) এ ক্লিক করুন। এবার আপনার পেজটির উপরের ডানপাশে মেনু তে ক্লিক করুন, এরপর Blogs এ ক্লিক করুন (নিচের ছবিতে দেখে নিন) এরপর Pencil Sketch App এ ক্লিক করে ডাউনলোড করে নিন। আরেকটা কথা যারা আগে থেকেই আমাদের বন্ধু হয়ে আছেন তারা শুধু সাইটে ঢুকে...

সিভি লেখার সঠিক নিয়ম নিয়ে একটি এন্ড্রয়েড অ্যাপ। এবার নিজের সিভি নিজেই তৈরি করুন সঠিক ভাবে

সুপ্রিয় পাঠক,কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভাল। নতুন আর একটি টিউন নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমার আজকের টিউন টির বিষয়বস্তু হল কিভাবে সঠিক নিয়মে সিভি তৈরি করতে হয়। একটি ভাল চাকরি পেতে গেলে সিভি আমাদের খুবই প্রয়োজনীয় একটি ডকুমেন্ট। সঠিক ভাবে সিভি তৈরি করতে না পারলে অনেক সময় হাত ছাড়া হয়ে যায় চাকরি নামের সোনার হরিণ টি। অনেকেই আছেন যারা চাকরির খবর রাখেন কিংবা জব খুঁজছেন কিন্তু কিভাবে একটি সিভি কিংবা বায়োডাটা বানাতে হয় তা জানেন না। তাই যারা সিভি বানানোর নিয়ম কিংবা জীবনবৃত্তান্ত লেখার পদ্দতি জানেন না তাদের জন্য এই এপ। অ্যাপটিতে রয়েছে কিভাবে একটি পুরনাঙ্গ জীবনবৃত্তান্ত কিংবা বায়োডাটা বানাতে হয় সেই প্রক্রিয়া এবং সেই সাথে কিছু স্যাম্পল সিভি ফরমেট। আশা করি অ্যাপটি নতুন চাকরী সন্ধানকারীদের কাজে আসবে। আসুন জেনে নিই অ্যাপ টির বৈশিষ্ট এক নজরে- সিভি বানানোর নিয়ম ও ফরমেট অ্যাপের বৈশিষ্ট্যঃ বায়োডাটা লেখার পদ্ধতি জীবনবৃত্তান্ত এর বিভিন্ন ধাপ সমূহ আন্তর্জাতিক মানের কিছু স্যাম্পল ফরমেট অ্যাপের সহজ ও সুন্দর ডিজাইন এপটি ব্যবহার সহজ সাধ্য অ্যাপটি অফলাইনে কাজ করে মোবাই...