আশাকরি সবাই ভালো আছেন।
আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
এ পর্বে আপনাদের জন্য রয়েছে (আপনার এন্ড্রয়েড ফোন কি অটোমেটিক স্লো হয়ে যাচ্ছে ।নিয়ে নিন সমাধান ।)
তো চলুন তাহলে শুরু করা যাক।
আমাদের সবার কাছ বেশ আর কম এন্ড্রয়েড মোবাইল আছে।
অনেক সময় দেখা যায় যে আমাদের মোবাইল অটোমেটিক স্লো অথবা হ্যাং হয়ে যায়, অথবা দেখা যায় যে মোবাইলের র্যাম অটোমেটিক Use হয়ে যাচ্ছে।
যার কারণে আমাদের মোবাইল বেশির ভাগ সময় স্লো থাকে ।
এটি এন্ড্রয়েড মোবাইল এর বিরাট একটি সমস্যা।
আজকে আমি আপনাদেরকে এমন একটি Software এর সাথে পরিচয় করিয়ে দিবো , যার মাধ্যমে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
প্রথমে আপনারা এখানে ক্লিক করে Software টি Download করে নিন।
তারপর অন্যান্য Software এর মত এই Software টি আপনার মোবাইলে ইনস্টল করে নিন।
Software টি ইনস্টল হওয়ার পরে তা ওপেন করুন।
তাহলে নিচের মত দেখতে পাবেন।
এরপরে নিচের ছবিতে লাল দাগ দেওয়া জায়গায় ক্লিক করুন এবং ৩৭ এর জায়গায় ১০০ করে দিন।
এটি না করলেও চলে , কারণ Software টি নিজে নিজে কাজ করে।
তারপর Apply করুন ।
এইতো কাজ শেষ।
আপনারা Software টি ওপেন করলে বাকিটা বুঝতে পারবেন।
খুব সহজ একটী Software। আশাকরি Software টি আপনাদের অনেক উপকারে আসবে।
ধন্যবাদ!
Download Pencil Sketch App FREE! যেহেতু আমরা এই এপসটি ফ্রি দিচ্ছি সেহেতু এটি শুধুমাত্র আমাদের বন্ধুদের জন্য ফ্রি। আর আমাদের বন্ধু হতে আপনাকে নিচের পদ্ধতি অনুসরণ করতে হবে। বলা বাহুল্য আমাদের বন্ধু হতেও কোন টাকা খরচ করতে হবেনা এবং একবার বন্ধু হয়ে গেলে পরবর্তীতে সব এপসগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। কারণ আমরা ছড়িয়ে দিতে চাই "নিঃশর্ত বন্ধুত্ব বিশ্বজুড়ে"। তো আসুন জেনে নেই বন্ধু হয়ে কিভাবে এপসটি ডাউনলোড করবেন। প্রথমে এখানে ক্লিক করুন (Click Here to Download) । এরপর আপনার ব্রাউজারে নিচের ছবির মতো দেখা যাবে। এটি ৫ সেকেন্ড থাকবে। তাই আপনাকে ৫ সেকেন্ড অপেক্ষা করতে হবে। এবার যে পেজটি আসবে সেটি একটি বন্ধুত্বের ওয়েবসাইট। এখানে আপনার নাম, ইমেইল, পাসওয়ার্ড, জন্মদিন ইত্যাদি তথ্য প্রদান করুন। এবার সাইন আপ (Sign Up) এ ক্লিক করুন। এবার আপনার পেজটির উপরের ডানপাশে মেনু তে ক্লিক করুন, এরপর Blogs এ ক্লিক করুন (নিচের ছবিতে দেখে নিন) এরপর Pencil Sketch App এ ক্লিক করে ডাউনলোড করে নিন। আরেকটা কথা যারা আগে থেকেই আমাদের বন্ধু হয়ে আছেন তারা শুধু সাইটে ঢুকে...



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন