সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

অ্যান্ড্রয়েড দিয়ে প্রতিদিন 30 minute করে ফ্রী কথা বলুন ১০০ % কার্যকারী।সাইজ মাত্র 1 MB


আশা করি সবাই ভাল আছেন,না থাকলে আমি আজ আপনাদের মন ভাল করে দিব ইনশাল্লাহ।কি টাইটেল দেখেই চমকে উঠছেন,আরে ভাই অবিশ্বাস্য হলেও সত্যি এবার আপনার এন্ড্রয়েড মোবাইল দিয়ে ফ্রিতে কথা বলতে পারবেন আবার এসএমএস ও পাঠাতে পারবেন। এতে কোন প্রকার টাকা লাগবে না তো চলুন শুরু করি।

অ্যাপ টি 1 তারিখ আপডেট হয়েছে।

প্লে স্টোর এ রেটিং হলো ৪.৮

আপডেট হওয়ার পর থেকে ১ দিনে ২ লক্ষ ডাউনলোড হয়েছে।

প্রথমে ফ্রি কলের এপসটি ডাউনলোড করে নিন:



ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।

ডাউনলোড পদ্ধতি : লিংটিতে প্রথমে ক্লিক করুন।তার পর slow dawnload এ ক্লিক করুন।এবার  25 সেকেন্ড ওয়েট করতে বলবে।25 সেকেন্ড ওয়েট করার পর dawnload link এ ক্লিক করুন। ব্যাস তারপর ....ডাউনলোড করে ফেলুন এই অসাধারণ আপ্সটি, আর উপভোগ করুন আপ্সটির মজা,


এখন app টি ইন্সটল করে ওপেন করুন এবং Sign Up ক্লিক করেন।

এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে Next এ ক্লিক করেন।


এবার দেখুন আপনার মোবাইলে একটি কোড এসেছে,তা দিন এবং আপনার নাম ও পাসওয়ার্ড দিয়ে Done বাটনে ক্লিক করেন।

এখন Get Started এ ক্লিক করেন,ক্লিক করেন এরকম পিক দেখতে পাবেন এবং সাইন আপের জন্য ১০০০ ক্রেডিট ফ্রি পাবেন।

এবার Get More Credits এ ক্লিক করেন,ক্লিক করলে বিভিন্ন অপশন থাকবে যা থেকে ফ্রি ক্রেডিট নিতে পারবেন।


এরপর Calls এ ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত মোবাইল নাম্বার ডায়াল করে নীল বাটনে ক্লিক করে কল দিন।দেখবেন ফ্রি কল লেখা আছে। প্রতিমিনিটে ৫ ক্রেডিট লাগবে কল দিতে তাই বেশি বেশি ক্রেডিট সংগ্রহ করে নিন।আর এসএমএস দিতে মাত্র ১ ক্রেডিট লাগবে।


আশা করি আজকের এই এপ্সটি আপনাদের খুব ভাল লাগবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ডাউনলোড করে নিন ৩ টি ফ্রি সিভি (CV) তৈরির অ্যান্ড্রয়েড অ্যাপ

ডাউনলোড করে নিন ৩ টি ফ্রি সিভি (CV) তৈরির অ্যান্ড্রয়েড অ্যাপ চাকুরীর নিয়োগের প্রথম ধাপ-ই হচ্ছে CV (Curriculum Vitae) প্রদান। আপনার ব্যক্তিগত এবং শিক্ষাগত যোগ্যতার পরিপূর্ণ তথ্য একটি CV তে লিপিবদ্ধ করতে হয়। কিন্তু হাতের কাছে কম্পিউটার না থাকলে এই সহজ কাজটি করা সম্ভব হয় না। কিন্তু আপনি জানেন কি, একটি অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে আপনি নিজেই এ কাজটি করে ফেলতে পারেন কয়েক মিনিটেই? আজ এরকম ৩টি প্রয়োজনীয় অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে লিখছি, যা আপনাকে সাহায্য করবে পরিপূর্ণ CV তৈরিতে। ডাউনলোড করুন সেরা ৩ টি অ্যান্ড্রয়েড অ্যাপ। ১। Free Resume Builder CV makr app | ফ্রি বিভিন্ন চাকুরীর জন্য ৭৫ টির অধিক টেম্পলেট নিয়ে হাজির হয়েছে এই অ্যাপটি। সাথে রয়েছে আরও অধিক ফরমেট। এর সহজ ব্যবহারের মাধ্যমে আপনি মাত্র কয়েক মিনিটেই প্রফেশনাল CV তৈরি করতে পারেন। ফিচারঃ ৭৫ এর অধিক টেম্পলেট ৩টি সহজ ধাপ অনুসরন করেই CV তৈরি CV র সাবটাইটেল এবং হেডার পরিবর্তন সুবিধা সেকশন সজ্জিতকরণ PDF ফরমেটে ডাউনলোড CV তৈরির কলাকৌশল শেখা সহজেই CV শেয়ারের সুবিধা সম্পূর্ণ ফ্রি ডাউনলোড করুন ২। Free Resume Builder - Profession...

Download Pencil Sketch App FREE - পেন্সিল স্কেচ এপস টি ফ্রি ডাউনলোড করুন

Download Pencil Sketch App FREE! যেহেতু আমরা এই এপসটি ফ্রি দিচ্ছি সেহেতু এটি শুধুমাত্র আমাদের বন্ধুদের জন্য ফ্রি। আর আমাদের বন্ধু হতে আপনাকে নিচের পদ্ধতি অনুসরণ করতে হবে। বলা বাহুল্য আমাদের বন্ধু হতেও কোন টাকা খরচ করতে হবেনা এবং একবার বন্ধু হয়ে গেলে পরবর্তীতে সব এপসগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। কারণ আমরা ছড়িয়ে দিতে চাই "নিঃশর্ত বন্ধুত্ব বিশ্বজুড়ে"। তো আসুন জেনে নেই বন্ধু হয়ে কিভাবে এপসটি ডাউনলোড করবেন। প্রথমে এখানে ক্লিক করুন (Click Here to Download) । এরপর আপনার ব্রাউজারে নিচের ছবির মতো দেখা যাবে। এটি ৫ সেকেন্ড থাকবে। তাই আপনাকে ৫ সেকেন্ড অপেক্ষা করতে হবে। এবার যে পেজটি আসবে সেটি একটি বন্ধুত্বের ওয়েবসাইট। এখানে আপনার নাম, ইমেইল, পাসওয়ার্ড, জন্মদিন ইত্যাদি তথ্য প্রদান করুন। এবার সাইন আপ (Sign Up) এ ক্লিক করুন। এবার আপনার পেজটির উপরের ডানপাশে মেনু তে ক্লিক করুন, এরপর Blogs এ ক্লিক করুন (নিচের ছবিতে দেখে নিন) এরপর Pencil Sketch App এ ক্লিক করে ডাউনলোড করে নিন। আরেকটা কথা যারা আগে থেকেই আমাদের বন্ধু হয়ে আছেন তারা শুধু সাইটে ঢুকে...

মৃত্যুর পর কি হবে আমার ফেসবুক আইডির? ফেসবুকের লিগ্যাসি (Legacy) কন্টাক্ট কি?

লিগ্যাসি কন্টাক্ট হচ্ছেন এমন কেউ যাকে আপনি আপনার মৃত্যুর পর ফেসবুক একাউন্ট টি স্মরণীয় করে রাখার জন্য মনোনীত করতে পারেন। আপনি যদি একটি লিগ্যাসি কন্টাক্ট যুক্ত করেন, সেই ব্যক্তি আপনার একাউন্ট স্মরণীয় করে রাখার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করতে পারবেন। শর্তঃ  আপনাকে অবশ্যই ১৮ বছর বা তার বেশি বয়সের হতে হবে লিগ্যাসি কন্টাক্ট তৈরি করার জন্য। যা যা করতে পারবেন আপনার লিগ্যাসি কন্টাক্টঃ একটি পিনড্ পোস্ট লিখতে পারবেন (যেখানে আপনার মৃত্যু সংক্রান্ত যাবতীয় তথ্যাদি থাকতে পারে)। আপনার পোস্টগুলো দেখতে পারবেন। এমনকি যদি পোস্টের প্রাইভেসি "Only me" করা থাকে তারপরও। কারা ট্রিবিউটস (tributes) দেখতে বা পোস্ট করতে পারবে সে ব্যপারে সিদ্ধান্ত নিতে পারবেন। অন্যকারো পোস্ট থেকে আপনার ট্যাগ মুছে ফেলতে পারবেন। নতুন ফ্রেন্ড রিকোয়েস্টে সাড়া দিতে পারবেন। আপনার প্রোফাইল পিকচার অথবা কভার ফটো পরিবর্তন করতে পারবেন। টাইমলাইন রিভিউ অন করা থাকলে ট্রিবিউট সেকশনে দেখা যাওয়ার আগেই পোস্ট এবং ট্যাগ রিভিও রিকোয়ারমেন্ট অফ করে দিতে পারবেন। "Download a copy" ফিচারটি অন করা থাকলে আপনার শেয়ার করা সমস্ত তথ্যের (মে...