সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

একদম নিরাপদ উপায়ে যেকোনো মোবাইল রুট করুন এক ক্লিক এ (পুরো প্রক্রিয়া ছবি সহ)


এন্ড্রয়েড ডিভাইস মানেই কাস্টমাইজেশন আর কাস্টমাইজেশন এর কথা আসলেই রুট কথাটি এসে যায়! তবে কিছু কিছু ডিভাইস আছে যেগুলো কিনা রুট করতে একটু বিপাকে পরতে হয় কারন রুট মেথড এবং রুট করার টুলস পাওয়া যায় না। আর অনেক সময় এদের মধ্য যে উপায়গুলা পাওা যায় তার অনেকগুলাই ফেক। কিন্তু আজ আমি আপনাদের যে পদ্ধতি দেবো সেটা দিয়ে যে কোন এন্ড্রয়েড মোবাইল রূট করতে পারবেন। তবে এর জন্য পদ্ধতি হবে দুটি, ১। মোবাইল এ অ্যাপ ইনস্টল করে,২। পিসি তে কানেক্ট করে।
তবে এর আগে আপনার ফোনে কিছু কাজ করে নেয়া লাগবে
Device অন্তত ৫০% চার্জ দিতে হবে।
 ADB (Android Debug Bridge)  Download এবং Install  করুন এখান থেকে (আপনার নিজের ফোনের জন্য বেছে নিন)
আপনার মোবাইল এর  USB Debugging Mode Enable করে দিন
(আগের এন্ড্রয়েড এর জন্য) Go To >> Settings >> Applications >> Development >> USB debugging
(বর্তমানে বের হওয়া মোবাইল এর জন্য) Go to >> Settings >> Developer Options >> “USB debugging” >> enable “Stay Awake” Option Too.
অবশেষে  “unknown sources” Option এনাবল করে দিন  >> (If You Want To Root Without Using Computer).
এই সফটওয়্যার এর নাম iroot, এটা দিয়ে যে কোন চাইনিজ মোবাইল ও HTC, Samsung, Sony, Motorola, Lenovo, LG, Ace ইত্যাদি রূট করতে পারবেন (পরিক্ষীত) । সাথে আরও অনেক  ব্রান্ডেড মোবাইলও হবে।
এবারে নিচের পদ্ধতি অনুসর করুন

পিসি এর সাহায্যে

১। পিসি এর জন্য সফটওয়্যার টী এখান থেকে করে নিন
২। সফটওয়্যার টী পিসি তে সফটওয়্যার ইনস্টল করে ইউ এস বি দিয়ে কানেক্ট করুন।


৩। কানেক্ট হবার পর রুট এ ক্লিক করে অপেক্ষা করুন।





আপনার ফোন রূট হয়ে গেছে
Warning:
রুট করার সময়  USB cable নারানারি করবেন না। নিজে নিজে কাজ হতে দিন।

পিসি ছাড়াই রুট

এটাও অনেক সহজ। শুধু ইন্সটল করুন এখান থেকে। তারপর রুট এক্সেস অপ্সহনে ক্লিক করে অপেক্ষা করুন। কিছুক্ষন পর ফোন রিস্টার্ট হলে দেখবেন ফোন রুট এক্সেস পেয়ে গেছে।

 তবে যদি একবারে কাজ না হয় কয়েকবারে চেস্টা করুন। এই পদ্ধতি কাজ করবেই।
আশা করি উপক্রিত হবেন।আর যাদের মোবাইল দিয়ে হবে না তাদের অবশ্যই পিসি দিয়ে হবে। আল্লাহ হাফেজ। ভাল থাকবেন সবাই।

বিঃদ্রঃ আপনার নিজের রিস্কে কাজ করবেন। যদিও ক্ষতি হওয়ার সম্ভবনা নাই তদুপরি আপনার ভুল অথবা ফোনের ত্রুটিগত কারণে যেকোন ক্ষতির জন্য লেখক দ্বায়ী নয়।

[সূত্রঃ ইন্টার্নেট]

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ডাউনলোড করে নিন ৩ টি ফ্রি সিভি (CV) তৈরির অ্যান্ড্রয়েড অ্যাপ

ডাউনলোড করে নিন ৩ টি ফ্রি সিভি (CV) তৈরির অ্যান্ড্রয়েড অ্যাপ চাকুরীর নিয়োগের প্রথম ধাপ-ই হচ্ছে CV (Curriculum Vitae) প্রদান। আপনার ব্যক্তিগত এবং শিক্ষাগত যোগ্যতার পরিপূর্ণ তথ্য একটি CV তে লিপিবদ্ধ করতে হয়। কিন্তু হাতের কাছে কম্পিউটার না থাকলে এই সহজ কাজটি করা সম্ভব হয় না। কিন্তু আপনি জানেন কি, একটি অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে আপনি নিজেই এ কাজটি করে ফেলতে পারেন কয়েক মিনিটেই? আজ এরকম ৩টি প্রয়োজনীয় অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে লিখছি, যা আপনাকে সাহায্য করবে পরিপূর্ণ CV তৈরিতে। ডাউনলোড করুন সেরা ৩ টি অ্যান্ড্রয়েড অ্যাপ। ১। Free Resume Builder CV makr app | ফ্রি বিভিন্ন চাকুরীর জন্য ৭৫ টির অধিক টেম্পলেট নিয়ে হাজির হয়েছে এই অ্যাপটি। সাথে রয়েছে আরও অধিক ফরমেট। এর সহজ ব্যবহারের মাধ্যমে আপনি মাত্র কয়েক মিনিটেই প্রফেশনাল CV তৈরি করতে পারেন। ফিচারঃ ৭৫ এর অধিক টেম্পলেট ৩টি সহজ ধাপ অনুসরন করেই CV তৈরি CV র সাবটাইটেল এবং হেডার পরিবর্তন সুবিধা সেকশন সজ্জিতকরণ PDF ফরমেটে ডাউনলোড CV তৈরির কলাকৌশল শেখা সহজেই CV শেয়ারের সুবিধা সম্পূর্ণ ফ্রি ডাউনলোড করুন ২। Free Resume Builder - Profession...

Download Pencil Sketch App FREE - পেন্সিল স্কেচ এপস টি ফ্রি ডাউনলোড করুন

Download Pencil Sketch App FREE! যেহেতু আমরা এই এপসটি ফ্রি দিচ্ছি সেহেতু এটি শুধুমাত্র আমাদের বন্ধুদের জন্য ফ্রি। আর আমাদের বন্ধু হতে আপনাকে নিচের পদ্ধতি অনুসরণ করতে হবে। বলা বাহুল্য আমাদের বন্ধু হতেও কোন টাকা খরচ করতে হবেনা এবং একবার বন্ধু হয়ে গেলে পরবর্তীতে সব এপসগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। কারণ আমরা ছড়িয়ে দিতে চাই "নিঃশর্ত বন্ধুত্ব বিশ্বজুড়ে"। তো আসুন জেনে নেই বন্ধু হয়ে কিভাবে এপসটি ডাউনলোড করবেন। প্রথমে এখানে ক্লিক করুন (Click Here to Download) । এরপর আপনার ব্রাউজারে নিচের ছবির মতো দেখা যাবে। এটি ৫ সেকেন্ড থাকবে। তাই আপনাকে ৫ সেকেন্ড অপেক্ষা করতে হবে। এবার যে পেজটি আসবে সেটি একটি বন্ধুত্বের ওয়েবসাইট। এখানে আপনার নাম, ইমেইল, পাসওয়ার্ড, জন্মদিন ইত্যাদি তথ্য প্রদান করুন। এবার সাইন আপ (Sign Up) এ ক্লিক করুন। এবার আপনার পেজটির উপরের ডানপাশে মেনু তে ক্লিক করুন, এরপর Blogs এ ক্লিক করুন (নিচের ছবিতে দেখে নিন) এরপর Pencil Sketch App এ ক্লিক করে ডাউনলোড করে নিন। আরেকটা কথা যারা আগে থেকেই আমাদের বন্ধু হয়ে আছেন তারা শুধু সাইটে ঢুকে...

মৃত্যুর পর কি হবে আমার ফেসবুক আইডির? ফেসবুকের লিগ্যাসি (Legacy) কন্টাক্ট কি?

লিগ্যাসি কন্টাক্ট হচ্ছেন এমন কেউ যাকে আপনি আপনার মৃত্যুর পর ফেসবুক একাউন্ট টি স্মরণীয় করে রাখার জন্য মনোনীত করতে পারেন। আপনি যদি একটি লিগ্যাসি কন্টাক্ট যুক্ত করেন, সেই ব্যক্তি আপনার একাউন্ট স্মরণীয় করে রাখার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করতে পারবেন। শর্তঃ  আপনাকে অবশ্যই ১৮ বছর বা তার বেশি বয়সের হতে হবে লিগ্যাসি কন্টাক্ট তৈরি করার জন্য। যা যা করতে পারবেন আপনার লিগ্যাসি কন্টাক্টঃ একটি পিনড্ পোস্ট লিখতে পারবেন (যেখানে আপনার মৃত্যু সংক্রান্ত যাবতীয় তথ্যাদি থাকতে পারে)। আপনার পোস্টগুলো দেখতে পারবেন। এমনকি যদি পোস্টের প্রাইভেসি "Only me" করা থাকে তারপরও। কারা ট্রিবিউটস (tributes) দেখতে বা পোস্ট করতে পারবে সে ব্যপারে সিদ্ধান্ত নিতে পারবেন। অন্যকারো পোস্ট থেকে আপনার ট্যাগ মুছে ফেলতে পারবেন। নতুন ফ্রেন্ড রিকোয়েস্টে সাড়া দিতে পারবেন। আপনার প্রোফাইল পিকচার অথবা কভার ফটো পরিবর্তন করতে পারবেন। টাইমলাইন রিভিউ অন করা থাকলে ট্রিবিউট সেকশনে দেখা যাওয়ার আগেই পোস্ট এবং ট্যাগ রিভিও রিকোয়ারমেন্ট অফ করে দিতে পারবেন। "Download a copy" ফিচারটি অন করা থাকলে আপনার শেয়ার করা সমস্ত তথ্যের (মে...