সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আপনার ফোনের MB শেষ হলেও টাকা কাটতে পারবে না।MB শেষ হলে অটোমেটিক ডাটা অফ হয়ে যাবে।


আজ আমি আপনাদের জন্য একটি অ্যাপ নিয়ে এসেছি।আশা করি আপনাদের ভাল লাগবে।
আমরা অনেকেই লিমিটেড MB ব্যবহার করি কেউ ১০ এমবি প্যাক বা ৫০ এমবি প্যাক কেউবা ৩ এমবি প্যাক ও ব্যবহার করি।
কিন্তু সমস্যা হল আমরা যখন নেট ব্যবহার করি তখন খেয়াল থাকে না কত এমবি আছে। ঠিক তখনি আমাদের মেইন ব্যালেঞ্চের টাকা কাটে।
এই সমস্যায় কেউ পরেন নি এমন লোক খুজে পাওয়া মুস্কিল। তো এই সমস্যায় যারা পরছেন তারা সমাধান নিন।
প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।Size মাএ ১ এমবি।
এছাড়া এটি Paid সহজে কোথাও খুজে পাবেন না।
Download Link: Click hear
N.B Download করার জন্য প্রথমে
Slow Download।তাপরে নিচে Secend শেষ হলে তার উপরের Captcher লিখে Download link এ ক্লিক করেন তারপরে link এ ক্লিক করেন।
এখন ইনস্টল করে ফেলুন। তারপর ওপেন করে সেটিং এ যান। তারপর Limit To (যেখানে Unlimited লেখা) তে আপনার কত এমবি আছে সেটা দিন।
এবার Renew Period এ টাইম দিন যেমন ১২ টা। এবার আরামে নিশ্চিন্তে নেট ব্যবহার করুন কোন চিন্তা নেই। আপনার দেয়া লিমিট শেষ হলে দেখবেন অটোমেটিক নেট ডিসকানেক্ট হয়ে গেছে।
কোন অপারেটর এর বাবাও টাকা কাটতে পারবে না।আর দেরি না করে ওপরে দেওয়া Link থেকে এখুনি ডাউনলোড করে নিন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Download Pencil Sketch App FREE - পেন্সিল স্কেচ এপস টি ফ্রি ডাউনলোড করুন

Download Pencil Sketch App FREE! যেহেতু আমরা এই এপসটি ফ্রি দিচ্ছি সেহেতু এটি শুধুমাত্র আমাদের বন্ধুদের জন্য ফ্রি। আর আমাদের বন্ধু হতে আপনাকে নিচের পদ্ধতি অনুসরণ করতে হবে। বলা বাহুল্য আমাদের বন্ধু হতেও কোন টাকা খরচ করতে হবেনা এবং একবার বন্ধু হয়ে গেলে পরবর্তীতে সব এপসগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। কারণ আমরা ছড়িয়ে দিতে চাই "নিঃশর্ত বন্ধুত্ব বিশ্বজুড়ে"। তো আসুন জেনে নেই বন্ধু হয়ে কিভাবে এপসটি ডাউনলোড করবেন। প্রথমে এখানে ক্লিক করুন (Click Here to Download) । এরপর আপনার ব্রাউজারে নিচের ছবির মতো দেখা যাবে। এটি ৫ সেকেন্ড থাকবে। তাই আপনাকে ৫ সেকেন্ড অপেক্ষা করতে হবে। এবার যে পেজটি আসবে সেটি একটি বন্ধুত্বের ওয়েবসাইট। এখানে আপনার নাম, ইমেইল, পাসওয়ার্ড, জন্মদিন ইত্যাদি তথ্য প্রদান করুন। এবার সাইন আপ (Sign Up) এ ক্লিক করুন। এবার আপনার পেজটির উপরের ডানপাশে মেনু তে ক্লিক করুন, এরপর Blogs এ ক্লিক করুন (নিচের ছবিতে দেখে নিন) এরপর Pencil Sketch App এ ক্লিক করে ডাউনলোড করে নিন। আরেকটা কথা যারা আগে থেকেই আমাদের বন্ধু হয়ে আছেন তারা শুধু সাইটে ঢুকে...

মৃত্যুর পর কি হবে আমার ফেসবুক আইডির? ফেসবুকের লিগ্যাসি (Legacy) কন্টাক্ট কি?

লিগ্যাসি কন্টাক্ট হচ্ছেন এমন কেউ যাকে আপনি আপনার মৃত্যুর পর ফেসবুক একাউন্ট টি স্মরণীয় করে রাখার জন্য মনোনীত করতে পারেন। আপনি যদি একটি লিগ্যাসি কন্টাক্ট যুক্ত করেন, সেই ব্যক্তি আপনার একাউন্ট স্মরণীয় করে রাখার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করতে পারবেন। শর্তঃ  আপনাকে অবশ্যই ১৮ বছর বা তার বেশি বয়সের হতে হবে লিগ্যাসি কন্টাক্ট তৈরি করার জন্য। যা যা করতে পারবেন আপনার লিগ্যাসি কন্টাক্টঃ একটি পিনড্ পোস্ট লিখতে পারবেন (যেখানে আপনার মৃত্যু সংক্রান্ত যাবতীয় তথ্যাদি থাকতে পারে)। আপনার পোস্টগুলো দেখতে পারবেন। এমনকি যদি পোস্টের প্রাইভেসি "Only me" করা থাকে তারপরও। কারা ট্রিবিউটস (tributes) দেখতে বা পোস্ট করতে পারবে সে ব্যপারে সিদ্ধান্ত নিতে পারবেন। অন্যকারো পোস্ট থেকে আপনার ট্যাগ মুছে ফেলতে পারবেন। নতুন ফ্রেন্ড রিকোয়েস্টে সাড়া দিতে পারবেন। আপনার প্রোফাইল পিকচার অথবা কভার ফটো পরিবর্তন করতে পারবেন। টাইমলাইন রিভিউ অন করা থাকলে ট্রিবিউট সেকশনে দেখা যাওয়ার আগেই পোস্ট এবং ট্যাগ রিভিও রিকোয়ারমেন্ট অফ করে দিতে পারবেন। "Download a copy" ফিচারটি অন করা থাকলে আপনার শেয়ার করা সমস্ত তথ্যের (মে...

এই সহজ কৌশলে জেনে নিন ফেসবুকে কে আপনাকে আনফ্রেন্ড করলো

ফেসবুক বন্ধুত্ব তৈরির অত্যন্ত জনপ্রিয় মাধ্যম। কিন্তু কখনও কখনও ফেসবুক-বন্ধুত্বও তৈরি করে তিক্ততা। সে ক্ষেত্রে অপছন্দের বন্ধুকে আনফ্রেন্ড করাটাই বুদ্ধিমানের কাজ। সে রকম ভাবে আপনিও ফেসবুকে কারো অপছন্দের তালিকায় পড়ে যেতে পারেন। সে ক্ষেত্রে আপনাকেও আপনার কোনও ফেসবুক-বন্ধু আনফ্রেন্ড করে দিতে পারেন। ফেসবুক কিন্তু এ সমস্ত ক্ষেত্রে আপনাকে কোনও নোটিফিকেশন পাঠায় না। তা হলে অজস্র বন্ধুর মধ্যে কে আপনাকে হঠাৎ আনফ্রেন্ড করল, তা জানার উপায় কী? উপায় অতি সহজ। জেনে নিন- ১. গুগল ক্রোম খুলুন। ২. ডান দিকের উপরের কোণের তিনটি ডট-এ ক্লিক করে ‘সেটিংস’ অপশন-এ যান। ৩. ‘এক্সটেনশনস’-এ ক্লিক করুন। ৪. পেজ-এর এক দম নীচে ‘গেট মোর এক্সটেনশনস’-এ ক্লিক করুন। ৫. সার্চ বক্স-এ লিখুন ‘আনফ্রেন্ড ফাইন্ডার’('unfriend finder')। ৬. সার্চ রেজাল্ট-এ ঠিক অপশনটির পাশে ‘অ্যাড টু ক্রোম’ অপশনটিকে সিলেক্ট করুন। এক্সটেনশনটি অ্যাড হয়ে যাবে আপনার ব্রাউজারে। ৭. এ বার ক্রোম ব্যবহার স্বাভাবিক ভাবে ফেসবুক-এ লগ ইন করুন। ৮. একেবারে ডান দিকের উপরের কোণে আনফ্রেন্ড ফাইন্ডারের আইকনটিতে ক্লিক করুন। এই এক্সটেনশন দেখিয়ে দেবে, কে আপনা...