১. এই এপ্লিকেশনটির মাধ্যমে আপনি যে কোন সিম এর প্যাকেজ গুলো সম্পর্কে জানতে পারবেন এবং একই সঙ্গে যে কোন প্যাকেজ এপ্লিকেশন এর মধ্যে থেকেই এক্টিভ করতে পারবেন।
২. আপনি যে কোন সিমের ইন্টারনেট প্যাকেজগুলো সম্পর্কে জানতে পারবেন এবং যে কোন প্যাকেজ ক্রয় করতে পারবেন এপ্লিকেশন এর মধ্য থেকে।
৩. আপনি এই এপ্লিকেশনটির মাধ্যমে যে কোন সিম এর F&F নাম্বার Add করতে পারবেন, F&F নাম্বার চেক করতে পারবেন এবং F&F নাম্বার ডিলিটও করতে পারবেন।
৪. আপনার নিজের সিমের নাম্বার দেখতে পারবেন।
৫. যে কোন সিমের Emergency ব্যালেন্স আনতে পারবেন।
৬. যে কোন সিমের বান্ডেল অফারগুলো সম্পর্কে জানতে পারবেন এবং একই সঙ্গে যে কোন বান্ডেল কিনতে পারবেন।
৭. আপনার সিমের ইন্টারনেট ব্যালেন্স দেখতে পারবেন।
৮. যে কোন বান্ডেল এর মিনিট, SMS, MMS, Data ব্যালেন্স দেখতে পারবেন।
৯. আপনার সিমের বর্তমান অফার দেখতে পারবেন
অ্যাপটিতে নতুন যে বিষয় সংযোগ করা হয়েছে –
সম্পূর্ন নতুন ডিজাইন করা হয়েছে।
প্রতিটি সিমের ইন্টারনেট প্যাকেজ প্রতিটি অপরেটর অনুযায়ী নতুন ভাবে অ্যাড করা হয়েছে।
প্রতিটি সিমের বান্ডেল প্যাকেজ প্রতিটি অপরেটর অনুযায়ী নতুন ভাবে অ্যাড করা হয়েছে।
নতুন ফিচার এমার্জেন্সি ডেটা (ইন্টারনেট MB) নেওয়ার এবং দেখার ফিচার অ্যাড করা হয়েছে।
টেলিটক প্রিপেইড ২জি এবং ৩জি ইন্টারনেট প্যাকেজগুলো এপ্লিকেশন এর মাধ্যমে এক্টিভ করার সিস্টেম অ্যাড করা হয়েছে।
তাহলে আর দেরি কেন নিচের ডাউনলোড লিংকে ক্লিক করে ডাউনলোড করে অসাধারণ এই অ্যাপ টি... বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন