Samsung এর ডিফল্ট ব্লোটওয়্যার ডিজেবল করে রাখুন সহজেই! স্মার্টফোনকে করুন আরো ফাস্ট আর অযথা ইন্টারনেট বিল থেকে পান মুক্তি!
Samsung ডিভাইসগুলোতে ডিফল্টভাবেই এমন অনেক অ্যাপ একটু বেশিই দেয়া থাকে যেগুলো অনেক জায়গা নেয় এবং তেমন একটা কাজেও লাগে না .. এবং এই ব্লোটওয়্যারগুলোকে ফোর্স স্টপ করে রাখলেও খুব বেশি লাভ হয় না .. স্যামসাং ব্যবহারকারীরা এই সমস্যার মুখোমুখি হয় নিয়মিতই, যাই হোক এই সমস্যার সমাধান দিয়ে দেব আজকে .. একটি অ্যাপ আপনাদের সকল দুঃশ্চিন্তা দূর করে দেবে, এবং আমি শেয়ার করবো প্রো ভার্শন .. অ্যাপটির নাম Package Disabler Pro .. এবং ভালো কথা, এটা মূলত স্যামসাং ডিভাইসেই কাজ করে অন্যান্য ডিভাইসে কাজ করে না ..
শুধু ব্লোটওয়্যারই নয়, ইচ্ছেমতো যেকোন অ্যাপও অ্যাপনি ডিজেবল করে রাখতে পারবেন এই অ্যাপ দিয়ে ..
অ্যাপটি ইন্সটল করে ওপেন করার সময় ইন্টারনেট কানেকশন চালু রাখুন, প্রথমবার লাইসেন্স ভেরিফিকেশন করবে, ভেরিফিকেশন হয়ে গেলে আর ইন্টারনেট লাগবে না কখনোই .. ইন্সটল হয়ে গেলে নিজের ইচ্ছামতো যেকোন অ্যাপ সিলেক্ট করে ডিজেবল করে রাখতে পারবেন, সার্চ করে অ্যাপ খুজে নিতে পারবেন অথবা সেটিং থেকে এক ক্লিকেই সব ব্লোটওয়্যার ডিজেবল করে রাখতে পারবেন .. ডিজেবল হয়ে যাওয়া অ্যাপগুলো অটোমেটিক অ্যাপ ড্রয়ার থেকেও হাইড হয়ে যাবে, কোন অ্যাপ প্রয়োজন হলে সেটা আনটিক করে দিলেই আবার অ্যাপ ড্রয়ারে ফিরে আসবে .... বিস্তারিত জানতে এবং ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন